ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সংসদে জানিয়েছেন, তিনি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা নেবেন। টিকা নেওয়ার পর শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়া নিয়ে উদ্বেগের কারণে বেশিরভাগ ইউরোপীয় দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচি স্থগিত করেছে। গতকাল বুধবার বরিস জনসন অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার ঘোষণা দেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি খুব শিগগিরই করোনার টিকা নেবো। এটা নিশ্চিতভাবেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা হবে।
এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নিরাপদ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), এমএইচআরএ এবং ইউরোপীয়ান মেডিকেল এজেন্সি (ইএমএ)-সবাই বিশ্বাস করে যে অ্যাস্টাজেনেকার টিকা নিরাপদ।
বিডি প্রতিদিন/ফারজানা