খাগড়াছড়িতে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকার পরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।
রবিবার এ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯ জন। তারমধ্যে ১ জন মাটিরাঙ্গা উপজেলার।
ড. মিটন চাকমা জানান, আজকের ৯ জনসহ এই নিয়ে খাগড়াছড়ি জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৪জনে। এখনও মানুষ মাস্কবিহীন অবস্থায় শহরের বিভিন্ন স্থানে ঘুরাফেরা করছে। বিশেষ করে হাটবার দিনে মাস্কবিহীন চলাফেরা চোখে পড়ার মতো। জেলা প্রশাসন শহরে কঠোরভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রেখেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন