নারায়ণগঞ্জে বুধবার ২৪ ঘন্টায় ১৭৩ জন শনাক্ত হয়েছে। করোনার সংক্রমণ শুরু হওয়ার পরে এটিই সর্বোচ্ছ। এছাড়াও ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩ জনের। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে সংক্রমিত মোট ১০ হাজার ৯৬৭ জনকে শনাক্ত করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জনের দেয়া তথ্য মতে, ২৪ ঘণ্টায় জেলায় ৬৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনায় সংক্রমিত ১৭৩ জন শনাক্ত হয়েছে। এখনো পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা ১৭৭ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৯ হাজার ২১৪ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার