১৮ এপ্রিল, ২০২১ ০৯:২১

বিশ্বে কোভিডে মৃত্যু ৩০ লাখ ২৩ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক

বিশ্বে কোভিডে মৃত্যু ৩০ লাখ ২৩ হাজার ছাড়াল

ব্রাজিলে করোনায় মারা যাওয়াদের কবর দেওয়া হচ্ছে। ছবি: এপি

সারাবিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪ কোটি ১৩ লাখ ৫৩৮ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৩০ লাখ ২৩ হাজার ৮১৩ জন। আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ৭৮৭ জন।

আজ রবিবার সকাল ৯টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৮০ হাজার ৬৩১ জন মারা গেছেন। এ ছাড়া করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৩ লাখ ৭১ হাজার ৪২৩ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৪৯ লাখ ২ হাজার ৫৮৮ জন।

এরপর সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যে করোনায় সবচেয়ে বিপর্যস্ত ভারতে এখন পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৮২ হাজার ৪৬১ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ১৬৮ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ২৮ লাখ ৩ হাজার ৭৯১ জন।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৯ লাখ ১৩৪ জন। মারা গেছেন ৩ লাখ ৭১ হাজার ৮৮৯ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ২৩ লাখ ৪৪ হাজার ৮৬১ জন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সর্বশেষ খবর