খুলনায় করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা ও তাদের পরিবারকে মানবিক সহায়তা নিশ্চিত করতে ‘Home to Home Assistance to COVID-19 Patients through Digital System’-সুবিধা চালু করেছে জেলা প্রশাসন। এর আওতায় অ্যাপস, ই-মেইল, মোবাইল ফোন ও ওয়েবসাইটভিত্তিক রেজিষ্ট্রেশনের ভিত্তিতে টেলিমেডিসিন বা সরাসরি চিকিৎসাসেবা দেওয়া হবে।
এছাড়া প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও ট্রান্সপোর্ট সুবিধা, আক্রান্তের পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। করোনা রোগী মারা গেলে তার দাফনেরও ব্যবস্থা থাকবে। সোমবার (১৯ এপ্রিল) জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
জুম অ্যাপের মাধ্যমে মানবিক এ উদ্যোগের উদ্বোধন করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল। প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
জানা যায়, করোনা আক্রান্তদের চিকিৎসা ও অন্যান্য মানবিক সহায়তা পেতে ০১৭৯৪-৭০১৫৫৫, ০১৭৯৪-৬১১৫৫৫, ০১৭০৯-৩১৯৭৬৯, ০১৭৩০-৩২৪৭৯৭ মোবাইল নম্বরে এসএমএস-এ নাম, ঠিকানা, সমস্যার খুদেবার্তা ও ই-মেইল [email protected]-যোগাযোগ করা যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ