কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার রাত ৭টা পর্যন্ত) ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৫৯ জন।
নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় পাঁচজন, হোসেনপুরে ছয়জন, কটিয়াদীতে একজন, ভৈরবে চারজন ও ইটনায় একজন রয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সন্দেহজনক করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জানান, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪ জন। এখন পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ১২১ জন সুস্থ হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছেন মোট ৭৬ জন।
বর্তমানে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬২ জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৫৩ জন, হোসেনপুরে ২২ জন, করিমগঞ্জে ১১ জন, তাড়াইলে সাতজন, পাকুন্দিয়ায় ১৭ জন, কটিয়াদীতে ২৯ জন, কুলিয়ারচরে ১৬ জন, ভৈরবে ৫০ জন, নিকলীতে আটজন, বাজিতপুরে ২৮ জন, ইটনায় ১১ জন, মিঠামইনে ছয়জন ও অষ্টগ্রামে চারজন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে/আইসোলেশনে রয়েছেন ৩৩৯ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ২৩ জন।
গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করেছেন ২৯ জন। ৭ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ১ লাখ ২৭ হাজার ৪৮১ জন। সরকারি ছুটি থাকায় গত ২৪ ঘণ্টা টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। গত ৭ ফেব্রুয়ারি থেকে এখণ পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৬ হাজার ৬৬৫ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৫ হাজার ৭৫৫ জন। উল্লেখ্য, ২৫ এপ্রিল থেকে প্রথম ডোজ টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই