করোনা পরিস্থিতি মারাত্মক অবনতির জন্য দ্বিতীয়বারের মতো জেলা প্রশাসন শের-ই-কাশ্মীর ইন্ডোর স্টেডিয়ামকে আবারও কোভিড আইসোলেশন কেন্দ্রে রূপান্তর করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তার পরিদর্শনে সোমবার (৩ মে) শ্রীনগর ইনডোর স্টেডিয়ামে বেডসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন শুরু হয়।
জম্মু ও কাশ্মীর ক্রীড়া পরিষদের একজন কর্মকর্তা বলেছেন, 'গত বছর ইনডোর স্টেডিয়ামটি কেবল একটি আইসোলেশন কেন্দ্র ছিল। এবার প্রশাসন কেন্দ্রে মৃদু উপসর্গ যুক্ত করোনা রোগীদের ভর্তি করতে চলেছে। সে কারণে অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও করা হচ্ছে।'
উল্লেখ্য, গত বছরের মতো এ বছরও সনৎ নগর ম্যারেজ হল, কাশ্মীর বিশ্ববিদ্যালয় জাকুরা ক্যাম্পাস, এনআইটি শ্রীনগর এবং হজ হাউস বেমিনায় কোভিড-১৯ কেন্দ্র স্থাপন করা হয়েছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির