১০ মে, ২০২১ ০৮:৪৮

করোনা কেড়ে নিল আরও ১০ হাজারের মতো প্রাণ

অনলাইন ডেস্ক

করোনা কেড়ে নিল আরও ১০ হাজারের মতো প্রাণ

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে আরও ১০ হাজারের মতো মানুষ মৃত্যুবরণ করেছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। এতে বিশ্বব্যাপী মহামারীতে মোট প্রাণহানি ছাড়াল ৩৩ লাখ।

গোটা সপ্তাহের তুলনায় রবিবার সব দেশেই মৃত্যু আর সংক্রমণ শনাক্তের হার কিছুটা নিম্নমুখী।

ব্রাজিলে দিনে ৩৪ হাজারের বেশি মানুষের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছে ৯৩৪ জন। যুক্তরাষ্ট্রে এদিন মৃত্যু ছিল পৌনে তিনশ, মোট প্রাণহানি ৬ লাখের কাছাকাছি। রবিবারও ৫শ’র কাছাকাছি মৃত্যু দেখল কলম্বিয়া। লাতিন দেশটিতে লাফিয়ে বাড়ছে করোনার বিস্তার।

সময়ের সাথে ইরানে ভয়াবহ রূপ নিচ্ছে মহামারী। রবিবারও ৪শ’র কাছাকাছি মানুষের প্রাণহানি হয়েছে দেশটিতে। এদিন বিশ্বজুড়ে পৌনে ৭ লাখ নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সংক্রমিত ১৫ কোটি ৯০ লাখের মতো।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর