বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। গত ২৪ ঘণ্টায় ৬ লাখের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে এই ভাইরাসের উপস্থিতি। এতে মোট সংক্রমিতের সংখ্যা ১৬ কোটির কাছাকাছি। একদিনে (সোমবার) মারা গেছে সাড়ে ১০ হাজার মানুষ।
সোমবার হাজারের ওপর মৃত্যুতে ব্রাজিলে মোট প্রাণহাণি দাঁড়িয়েছে ৪ লাখ ২৩ হাজারের বেশি। লাতিন এই দেশটিতে দিনে ৩০ হাজারের মতো মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি।
যুক্তরাষ্ট্রে ৩৭০ জনের মৃত্যুতে মোট প্রাণহানি হল ৫ লাখ ৯৬ হাজার জনের।
আর্জেন্টিনা-কলম্বিয়ার মতো লাতিন দেশগুলোতে আবার বেড়েছে দৈনিক মৃত্যু; এদিন ৫শ’র কাছাকাছি মানুষ মারা গেল দেশ দু’টিতে। সাড়ে ৩শ’র মতো প্রাণহানি দেখল ইরানও।
এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি হল ৩৩ লাখ ১৭ হাজার মানুষের।
বিডি প্রতিদিন/কালাম