করোনাভাইরাসের সংক্রমণে ভারতের বিভিন্ন রাজ্যে টিকার সংকট দেখা দিয়েছে। কয়েকটি রাজ্য ইতোমধ্যে অভিযোগ করেছে কেন্দ্রীয় সরকার তাদের ঠিকমতো টিকা সরবরাহ করতে পারছে না।
এরই মধ্যে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানে বলা হয়েছে, ঝাড়খন্ড ও ছত্তিশগড়ে করোনার টিকার প্রতি তিনটি ডোজে প্রায় এক ডোজ নষ্ট হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে বলা হয়েছে, ভারতজুড়ে করোনার টিকার ডোজ নষ্ট হওয়ার জাতীয় গড় হার ৬ দশমিক ৩ শতাংশ। তবে কয়েকটি রাজ্যে এ হার জাতীয় গড়ের তুলনায় অনেক বেশি। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি টিকার ডোজ নষ্ট হচ্ছে ঝাড়খন্ডে। রাজ্যটিতে করোনার টিকার ডোজ নষ্ট হওয়ার হার ৩৭ দশমিক ৩ শতাংশ। তালিকায় এরপরই রয়েছে ছত্তিশগড় (৩০ দশমিক ২ শতাংশ) এবং তামিলনাড়ু (১৫ দশমিক ৫ শতাংশ)। জম্মু ও কাশ্মীরে করোনার টিকার ডোজ নষ্ট হওয়ার হার ১০ দশমিক ৮ শতাংশ। মধ্যপ্রদেশে ১০ দশমিক ৭ শতাংশ।
টিকা নষ্ট হওয়ার এই হার নিয়ে রীতিমতো চিন্তিত দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তাদের মতে, টিকার ডোজ নষ্ট হওয়ার এ হার অনেক বেশি হলে সেটার ভাবনার বিষয়। তাতে প্রক্রিয়াগত ত্রুটির বিষয়গুলো উঠে আসে।
তবে কেন্দ্রীয় সরকারের এমন অভিযোগ অস্বীকার করেছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। টুইটার বার্তায় তিনি জানান, এ পর্যন্ত সরবরাহ করা করোনার টিকার অনুপাতে রাজ্যে টিকার ডোজ নষ্ট হওয়ার বর্তমান হার ৪ দশমিক ৬৫ শতাংশ। কারিগরি অসুবিধার কারণে সম্পূর্ণ হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়নি। শিগগিরই এ বিষয়ে প্রকাশিত তথ্য হালনাগাদ করা হবে।
বিডি প্রতিনিধি/আবু জাফর