নাটোরের গুরুদাসপুরে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার সকালে পৌরসদরের চাঁচকৈড় বাজারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনামূলক প্রচারণা ও বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের মাঝে উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের নেতৃত্বে উপজেলা করোনা প্রতিরোধ স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা মাস্ক বিতরণ ও প্রচারণা অভিযানে অংশগ্রহণ করেন। এছাড়াও সবাইকে মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করেন।
সারা বিশ্বের সাথে আমাদের দেশেও করোনার প্রাদুর্ভাব বেড়েই চলছে। নাটোর জেলাব্যাপীও প্রতিদিন মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে, জনসাধারণকে অবশ্যই তা মেনে চলতে হবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির