১২ জুন, ২০২১ ১৫:৫২

নাটোরে চতুর্থ দিনেও কঠোরভাবে লকডাউন চলছে

নাটোর প্রতিনিধি

নাটোরে চতুর্থ দিনেও কঠোরভাবে লকডাউন চলছে

কঠোর বিধিনিষেধ আরোপ করে নাটোরে বিশেষ লকডাউন দিয়েও কমানো  যাচ্ছে না করোনা সংক্রমণের হার। গত বুধবার (৯ মে) থেকে শুরু হওয়া সাত দিনের বিশেষ লকডাউনের আজ শনিবার চতুর্থ দিন চলছে। গত কয়েক দিনে সংক্রমণের হার ৫০ থেকে ৬০ শতাংশে উঠানামা করছে। 

ঘোষিত লকডাউন বাস্তবায়নে শহরের বিভিন্ন এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। লকডাউনে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসনের একাধিক মোবাইলটিমও কাজ করছে।

আজ শনিবার রাজিব নামের ২ বছরের শিশু করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে। তবে ওই শিশুর মা করোনা পজেটিভ হওয়ায় শিশুটি সংক্রমিত হয়েছে বলে ধারণা স্বাস্থ্য বিভাগের। 

অপরদিকে, করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। ৩১ শয্যার করোনা ওয়ার্ডে বর্তমানে ৩৯ জন রোগী ভর্তি রয়েছেন। 

এসময় বড়াইগ্রাম সার্কেল খায়রুল আলমসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর