১৭ জুন, ২০২১ ১৬:৩৭

দিনাজপুরে নতুন করে ২৭৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে নতুন করে ২৭৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৩

করোনা সংক্রমণ রোধে দিনাজপুর সদর উপজেলায় কঠোর লকডাউনের তৃতীয় দিনেও বেড়েছে সংক্রমণের পাশাপাশি মৃত্যু। 

গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৪৪টি নমুনা পরীক্ষায় ২৭৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শনাক্তের হার ৩৬.৯৩ শতাংশ। এর মধ্যে দিনাজপুর সদরে ১৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দিনাজপুর জেলায় এ পর্যন্ত মারা যায় ১৪৭জন।  

গত ২৪ ঘণ্টায় করোনা (কোভিড-১৯) আক্রান্ত ৩১জন রোগী সুস্থ হয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে ৮০৯ জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন ৪৫ রোগীসহ ৮১ জন ভর্তি রয়েছে। দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার শহরে দেখা যায়, লকডাউনে মোটরসাইকেল, ইজিবাইক, কার, মাইক্রো বাসসহ সব ধরনের যানবাহন চলাচল করেছে তবে শহরে দোকানপাট প্রায় বন্ধ ছিল। যদিও কিছু কিছু দোকানপাট দোকানের পাল্লা বন্ধ রেখে বাইরে দাঁড়িয়ে থেকে ক্রেতাদের মালামাল দিয়েছে। তবে শহরের বাইরে গোপালগঞ্জ বাজার, বটতলী, সুইহারী, চৌরঙ্গী মোড়, গুঞ্জাবাড়ী, রাজবাড়ী, গাবুড়া বাজার এলাকায় মানুষের অবাধ চলাচল করেছে এবং এদের অনেকের মাস্কও দেখা যায়নি। 

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার সাথে করোনায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসি আর টি ল্যাবের নমুনা পরীক্ষায় ৭৪৪টি রিপোর্টের মধ্যে ২৭৫টি রিপোর্ট করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে দিনাজপুর সদরেই ১৯০জন আক্রান্ত। এনিয়ে বর্তমানে দিনাজপুর জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৮৪৫জন।  

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর