২২ জুন, ২০২১ ১৯:৩১

বগুড়ায় থামছে না করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় থামছে না করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা

বগুড়ায় থামছে না করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই করোনায় মারা গেছে মানুষ। করোনায় মারা যাওয়ার পাশাপাশি আক্রান্ত সংখ্যাও বেড়ে চলেছে। মঙ্গলবার (২২ জুন) পর্যন্ত বগুড়ায় নতুন করে আরও ৩ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছে ৩৬ জন। 

করোনায় মৃতরা হলেন- বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে জয়পুরহাট জেলার ফাতেমা খাতুন (৪০), গাইবান্ধা জেলার তাজুল ইসলাম (৬৫) এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে কবির উদ্দিন (৭৭)।

মঙ্গলবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৩ জনের নমুনার ফলাফলে নতুন করে ৩৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৩ দশমিক ৫২ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৫ জন। নতুন আক্রান্ত ৩৬ জনের মধ্যে সদরের ২১ জন, আদমদীঘিতে ৬ জন, শিবগঞ্জ ৩ জন, সোনাতলায় ও দুপচাঁচিয়ায় ২ জন, ধুনট ও গাবতলী উপজেলায় একজন করে আক্রান্ত হয়েছেন। জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন সর্বমোট ১২ হাজার ৯৯২ জন এবং সুস্থ ১২ হাজার ২৪৬ জন। এছাড়া নতুন করে ৩ জনের মৃত্যু নিয়ে মোট ৩৫৩ জনে দাঁড়ালো। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

সর্বশেষ খবর