করোনায় আক্রান্তের সংখ্যার সাথে বাড়ছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা। এ কারণে দিনাজপুরে করোনাভাইরাসের টেস্ট বাড়াতে উপজেলার পাশাপাশি দিনাজপুর শহরে আরেকটি আ্যান্টিজেন্ট টেস্ট চক্ষু হাসপাতালের সামনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শুরু করা হচ্ছে বলে জানান জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ।
এদিকে, গত ২৪ ঘন্টায় দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ১৬৭ জন। একই সময়ে দিনাজপুর জেলায় ৩১৬টি নমুনা পরীক্ষায় ১৩৬ জনের করোনা পজিটিভ। শনাক্তের হার ৪৩.০৩ শতাংশ।
একই সময়ে জেলার মধ্যে দিনাজপুর সদরে ১৪৫জনের নমুনা পরীক্ষায় ৮২ জন করোনা পজিটিভ হয়েছেন। আক্রান্তের হার ৫৬.৫৫শতাংশ।
বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত ২১১১ জন রোগী। হোম আইসোলেশনে রয়েছে ১৯২৩ জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগী ৬১, করোনায় ভর্তি ১৪৮জন। আজ বুধবার দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১৩৬ জনসহ দিনাজপুর জেলায় আক্রান্তের সংখ্যা ৮৪৬৮ জন, ৩৬ জনসহ জেলায় সুস্থ ৬১৯০ জন। এ পর্যন্ত জেলায় মৃত্যু ১৬৭জন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির