নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তবে এই সময়ের মধ্যে নতুন করে করোনায় কেউ মারা যায়নি।
বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ। তিনি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নমুনার শতকরা ২৪ দশমিক ২৭ শতাংশ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়।
সিভিল সার্জন আরও জানান, এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৯০ জন। এর মধ্যে ২২৩ জন মারা গেছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৯২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪১২ জনের।
বিডি প্রতিদিন/এমআই