২৯ জুলাই, ২০২১ ১০:৫৫

মমেকের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

মমেকের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৩ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। 

তিনি জানান, বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত ইউনিটটিতে ১৬ জনের মৃত্যুর ঘটনা ঘটে।
  
ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪৫৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩ জন। 

এদিকে, ময়মনসিংহ জেলায় একদিনে করোনা শনাক্তে যাবতকালের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬০ টি নমুনা পরীক্ষা করে ৪৫৮ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। যেখানে শনাক্তের হার ২৭ দশমিক ৫৯ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর