৩১ জুলাই, ২০২১ ১৬:২১

অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালানের টিকা ঢাকায়

অনলাইন ডেস্ক

অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালানের টিকা ঢাকায়

প্রতীকী ছবি

জাপান থেকে কোভ্যাক্সের অধীনে রাজধানী ঢাকায় এসে পৌঁছাল অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালানের টিকা। আজ শনিবার বিকাল ৩টার দিকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বিমানযোগে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ।

তিনি জানান, টিকাগুলো গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র জানায়, আগামী ৩ আগস্ট হংকংয়ের একটি বিশেষ ফ্লাইটে অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় চালানের মোট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা বাংলাদেশে আসবে। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা।

এর আগে গত ২৪ জুলাই অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ করোনার টিকা নিয়ে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সর্বশেষ খবর