৫ আগস্ট, ২০২১ ১১:৩১

বরিশালের দুই হাসপাতালে করোনা ও উপসর্গে ২১ রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের দুই হাসপাতালে করোনা ও উপসর্গে ২১ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ড এবং করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিগত ২৪ ঘণ্টায় ২১ রোগীর মৃত্যু হয়েছে। এখনও শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন ৩৪৩ জন এবং জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৩ জন রোগী।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সবশেষ ৪৮.১৪ ভাগ করোনা শনাক্ত হয়েছে। 

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত বুধবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৩৪৯ জন রোগী। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ২৮ রোগী। একই সময়ে ১২ জন করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মোট ৪১ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ২ জন করোনা আক্রান্তসহ ১৯ জন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৩৪৩ রোগী। 

এদিকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ রোগীর মৃত্যু হয়েছে। ২ জনের করোনা পজেটিভ ছিল। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১শ’ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৪৩ রোগী। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল এই তথ্য নিশ্চিত করেছেন। 

গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর থেকে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ১শ’ ৬৫ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ ছিল ৩৩৪ জনের। 

এদিকে সদ্য করোনা ডেডিকেটেড হিসেবে ঘোষিত জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই দিনে করোনা আক্রান্ত ও উপগর্স নিয়ে মোট ৪ জন রোগীর মৃত্যু হয়েছে।

অপরদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় গত বুধবার রাতের সবশেষ রিপোর্টে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮.১৪ ভাগ। এর আগে গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়েছিল পিসিআর ল্যাবে।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর