মুন্সীগঞ্জে গতকাল সোমবার ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৫৫ জন। ৬২৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এ জেলায় সর্বমোট আক্রান্ত হয়েছে ৩৯ হাজার ৪৩২ জন। মৃত্যুবরণ করেছে সরকারি হিসেব মতে ৮৪ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মুন্সীগঞ্জ সদরে আক্রান্ত হয়েছে ৩২, টঙ্গীবাড়িতে ১৮, সিরাজদিখানে ৫০, লৌহজংয়ে ২৯ ও শ্রীনগরে ২৬ জন। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৩৮০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এই নিয়ে জেলায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ হাজার ২৯৩ জন। বর্তমানে হাসপাতালসহ কোয়ারেন্টাইনে আছে ৭ হাজার ২৪৭ জন।
বিডি-প্রতিদিন/শফিক