নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৯ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এছাড়াও একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজন মারা গেছেন।
আজ মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।
ময়মনসিংহ ল্যাবে গত একদিনে ২৯২টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৪৬ জন। জেলায় জিন এক্সপার্ট পরীক্ষায় ৪ জনের মধ্যে শনাক্ত ১ জন। জেলায় র্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে ১৩৪ জনের। এর মধ্যে শনাক্ত ৩২ জন। মোট শনাক্তের হার ১৮ দশমিক ৩৭ শতাংশ।
আজ মঙ্গলবার নেত্রকোনা জেলা থেকে মোট নমুনা পাঠানো হয়েছে ২০৫টি। এ পর্যন্ত পরীক্ষাগারে ২৭৭৯৯টি নমুনা পরীক্ষার মধ্যে ২৭৬৮৪টির রিপোর্ট পাওয়া গেছে।
উল্লেখ্য জেলায় এ পর্যন্ত ৪ হাজার ১৩৭ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। আর মোট মারা গেছেন ১০৩ জন।
বিডি প্রতিদিন/আবু জাফর