বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে ৭ জন এবং উপসর্গে ২ জনসহ ৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত সাত জনের মধ্যে ৬ জন বগুড়ার বাসিন্দা। এ নিয়ে বগুড়া জেলায় মোট মৃত্যু হলো ৬০৪ জনের।
করোনায় মারা গেছেন বগুড়া সদরের আল আমিন (৩৮), মহসীন আলী (৬৯), আবুল হাসান (৭৭), কোহিনুর (৫৩) ও লুৎফর রহমান (৬৮) এবং শিবগঞ্জের সুফিয়া (৬০)। এছাড়া বাকি ১ জন অন্য জেলার বাসিন্দা। আর উপসর্গ নিয়ে মারা গেছেন আরো দুইজন।
বুধবার বেলা ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় (৯ আগস্ট) ৬১৬ টি নমুনার নতুন আক্রান্ত হয়েছে ১০১ জন। আর নতুন করে সুস্থ হয়েছে ১৪০ জন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় ৫২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ৬ নমুনায় ৩ জনের এবং ১৪১ টি এন্টিজেন পরীক্ষায় ৩৭ জন করোনা পজিটিভ ছিলেন। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩২টি নমুনায় আরও ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৪৯, শাজাহানপুরে ১৮, গাবতলীতে ১২, শেরপুরে ৯, কাহালুতে ৪, দুপচাঁচিয়ায় ৪, শিবগঞ্জে ৩, সারিয়াকান্দি ও সোনাতলায় ১জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বগুড়ায় এ পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৯০৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৮৮ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার