বাগেরহাটের রামপাল উপজেলার রাজনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আ. হান্নান ডাবলু (৫৯) করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন রাজনগর ইউপি চেয়ারম্যানের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ইউপি চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন জানান, বুধবার সকাল ৮টায় করোনা স্বাস্থ্যবিধি মেনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ