ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ১০ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার (১৩ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল ৮ টা থেকে আজ শুক্রবার সকাল ৮ টার মধ্যে ইউনিটটিতে করোনায় মারা যাওয়া ৬ জনের মধ্যে ময়মনসিংহের ৪ জন এবং নেত্রকোনা ও পাবনার একজন করে রয়েছেন। এছাড়া এসময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে ৯ জনই ময়মনসিংহের, অন্যজন গাজীপুরের বাসিন্দা।
তিনি আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ৩৯৬ জন। এর মধ্যে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন আইসিইউতে। এসময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৫২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন।
এদিকে, জেলায় এক দিনে ১ হাজার ৭১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৮২ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ১৬.৯৯ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত