কিশোরগঞ্জে নতুন করে (শুক্রবার রাত ১০টা পর্যন্ত) ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৯২৭ জন। এছাড়া জেলায় করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১৯১ জন।
নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ২৬ জন, পাকুন্দিয়ায় ২ জন, কটিয়াদীতে ৮ জন, কুলিয়ারচরে ২ জন, ভৈরবে ২০ জন, বাজিতপুরে ২ জন ও অষ্টগ্রামে ২ জন রয়েছে। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১ জন। এ পর্যন্ত জেলায় মোট ৭ হাজার ৪৬৫ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ২৭১ জন।
এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১ হাজার ২৫ জন, হোসেনপুরে ২৬২ জন, করিমগঞ্জে ৪৬ জন, তাড়াইলে ৩২ জন, পাকুন্দিয়ায় ২৬৯ জন, কটিয়াদীতে ৫৪১ জন, কুলিয়ারচরে ৬৬ জন, ভৈরবে ৭১০ জন, নিকলীতে ৪৫ জন, বাজিতপুরে ১৫৭ জন, ইটনায় ৩০ জন, মিঠামইনে ৩০ জন ও অষ্টগ্রামে ৫৮ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে/আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ২১৫ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৫৬ জন।
বিডি প্রতিদিন/এমআই