টানা দ্বিতীয় দিনের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাশিয়ায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে। শুক্রবার সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৮১৫ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ২৭৭ জনের। খবর দ্য মস্কো টাইমসের।
প্রতিবেদনে বলা হয়েছে, করোনা আক্রান্তের দিক দিয়ে বিশ্বে রাশিয়ার অবস্থান চতুর্থ। গত জুন মাসের মাঝামাঝি করোনার ডেলটা ধরন শনাক্ত হওয়ার পর থেকেই দেশটিতে সংক্রমণ বাড়ছে। করোনায় আক্রান্ত হয়ে রাশিয়ায় ১ লাখ ৬৮ হাজার ৮৬৪ জনের মৃত্যু হয়েছে, যা ইউরোপে সর্বোচ্চ সংখ্যক।
তবে পরিসংখ্যান এজেন্সি রোস্টাটের দেওয়া তথ্য অনুযায়ী, জুন মাসের শেষে রাশিয়ায় করোনা ও উপসর্গে অন্তত ৩ লাখেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে।
এদিকে, চলতি সপ্তাহে রাশিয়ার একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান লেভাদা সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৫ শতাংশ রাশিয়ান নাগরিক টিকা নিতে আগ্রহী নয়।
গণ টিকাদান কর্মসূচি জোরদার করার মধ্যেই দেশটিতে সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কো করোনা প্রাদুর্ভাবের হটস্পট হয়ে উঠেছে। তবে মস্কোসহ রাশিয়ার অন্যান্য প্রদেশগুলোতে টিকাদান কর্মসূচি জোরদারের অংশ হিসেবে টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই