নেত্রকোনায় নতুন করে আরও ৫৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ২৭ জন নারী।
ময়মনসিংহ ল্যাবে ১৩০টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় জিন এক্সপার্ট কোভিড টেস্ট করা হয়েছে ৬ জনের। তার মধ্যে শনাক্ত হয়েছেন ২ জন। এছাড়াও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে ২১ জনের। তার মধ্যে শনাক্ত ১৫ জন।
নেত্রকোনা জেলা সদর উপজেলায় ৪৩ জন, পূর্বধলায় ২ জন, দুর্গাপুরে ১ জন, মদনে ২ জন, কলমাকান্দায় ১ জন, কেন্দুয়ায় ৪ জন ও বারহাট্টায় ২ জন।
এ পর্যন্ত পরীক্ষাগারে পাঠানো মোট ৩০৪২১টি নমুনার মধ্যে ৩০০৬৪টির রিপোর্ট পাওয়া গেছে। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪৬৬৯ জনের। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৭৬ জন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু ১২১ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন