সিলেটের বিশ্বনাথে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মাওলানা আবদুল হালিম (৪২) নামের এক মসজিদের ইমাম। মঙ্গলবার মধ্যরাতে সিলেটের করোনা ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান তিনি। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে ওইদিন সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এক বছরের অধিককাল ধরে বিশ্বনাথের আগ্নপাড়া জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন। চার সন্তানের জনক মাওলানা হালিম জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মৌলভীচক গ্রামের মৃত মাওলানা আবদুস শাকুরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মসজিদ পঞ্চায়েতের শিপু শিকদার বলেন, বেশ কিছুদিন পূর্বে জ্বর-সর্দি হলে স্থানীয়ভাবে চিকিৎসা বাড়ি যান তিনি। বাড়িতে গিয়েও অবস্থার উন্নতি না হওয়ায় নমুনা দিলে কোভিড-১৯ শনাক্ত হয় ইমাম সাহেবের।
পরে মঙ্গলবার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে রাত সাড়ে ১২টায় মারা যান তিনি। বুধবার বেলা ২টায় জকিগঞ্জের হাজীগঞ্জ ঈদগাহ মাঠে জানাজা শেষে মাওলানাকে
তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন