করোনা মোকাবিলায় এবার টিকার বুস্টার ডোজ দিতে যাচ্ছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রাণঘাতী রোগে আক্রান্ত, গুরুতর অসুস্থ এবং ৮০ বছরের বেশি বয়সীদের এই ডোজ দেওয়া হবে।
মঙ্গলবার ব্রাজিল স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেওয়া হবে।
করোনার ডেল্টা ধরন এবং দ্রুতগতিতে এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে জনসাধারণকে রক্ষা করতে এমন পদক্ষেপ গ্রহণ করেছে ব্রাজিল। ব্রাজিলজুড়ে এই মুহূর্তে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আড়াই কোটির বেশি। দেশটিতে এতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৫ হাজারের বেশি মানুষের। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/কালাম