কিশোরগঞ্জে নতুন করে (বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত) ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৫১৭ জনে। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪ জন, পাকুন্দিয়ায় ৪ জন, কটিয়াদীতে ২ জন, কুলিয়ারচরে ১ জন ও ভৈরবে ৪ জন।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান ২১, ২৩, ২৪ ২৫ আগস্ট (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে, ২৫ আগস্ট বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষায় কারও করোনা শনাক্ত হয়নি। এছাড়া কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন ও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনসহ মোট ২২ জনের রেপিড এন্টিজেন ও জিন এক্সপার্ট টেস্টে ১ জনের করোনার উপসর্গ পাওয়া গেছে।
এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১০ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ৬ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২০৭ জন।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৬ জন। এ পর্যন্ত জেলায় মোট ৯ হাজার ৪৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ২৬২ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৭১২ জন, হোসেনপুরে ১৩৬ জন, করিমগঞ্জে ১৩ জন, তাড়াইলে ৫ জন, পাকুন্দিয়ায় ২৫৭ জন, কটিয়াদীতে ৪৮৭ জন, কুলিয়ারচরে ২৮ জন, ভৈরবে ৩৬৫ জন, নিকলীতে ৩৮ জন, বাজিতপুরে ১৩৭ জন, ইটনায় ১২ জন, মিঠামইনে ৪ জন ও অষ্টগ্রামে ৬৮ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে / আইসোলেশনে রয়েছেন ২ হাজার ২২১ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৪১ জন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ