বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের ছোবলে গত ২৪ ঘণ্টায় (বুধবার) আরও ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বিভিন্ন দেশে। এ নিয়ে মহামারীতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৪৫ লাখ ৪৩ হাজার।
এই সময়ে বিশ্বব্যাপী নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৩ হাজারের ওপর। এতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২১ কোটি ৯২ লাখ ২১ হাজারের কাছাকাছি।
বুধবার আবারও দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে ছিল আমেরিকা। দেশটিতে মৃত্যু হয়েছে প্রায় ১৫শ’ মানুষের। ১ লাখ ৮২ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস।
মেক্সিকোয় প্রাণ গেছে ৮৩৫ জনের। ৮শ’য়ের কাছাকাছি মৃত্যু হয়েছে রাশিয়ায়। ৭ শতাধিক প্রাণহানি হয়েছে ব্রাজিলে। ইন্দোনেশিয়ায় সাড়ে ৬শ’ আর ইরানের মারা গেছে ৬শ’য়ের মতো মানুষ। এদিন ৫ শতাধিক মৃত্যু দেখেছে ভারত।
বিডি প্রতিদিন/কালাম