করোনা (কোভিড-১৯) টিকার রফতানি আগামী অক্টোবর থেকে শুরু করতে যাচ্ছে ভারত। এই রফতানি শুরু হলে বাংলাদেশ প্রথম দিকেই তা পাবে বলে আশ্বস্ত করেছে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস।
সোমবার সাংবাদিকদের জিজ্ঞাসায় এ আশ্বাস দেয় ভারতীয় হাইকমিশন। হাইকমিশন বলেছে, ‘যৌক্তিক পরিমাণে সরবরাহ শিগগির শুরু হবে। বাংলাদেশের মতো অগ্রাধিকারে থাকা অংশীদাররা থাকবে প্রথম দিককার প্রাপকের তালিকায়।
এর আগে আজ এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অক্টোবর থেকে করোনার (কোভিড-১৯) উদ্বৃত্ত টিকা রফতানি ও উপহার পাঠানো শুরুর ঘোষণা দিয়েছে ভারত। এদিন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া এই ঘোষণা দেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ