কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার রাত ৮টা পর্যন্ত) ২৫৬ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। জেলায় এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৯৪৮ জন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান শুক্রবার সাড়ে ১০টার দিকে এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ জন। এখণ পর্যন্ত জেলায় মোট ১১ হাজার ৬৭২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬১ জন।
এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫০ জন, হোসেনপুরে একজন, তাড়াইলে দু’জন, পাকুন্দিয়ায় একজন, কটিয়াদীতে একজন, কুলিয়ারচরে একজন ও ভৈরবে পাঁচজন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে/আইসোলেশনে রয়েছেন ৬০ জন। আর হাসপাতাল আইসোলেশনে ১ জন রোগী রয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই