২৯ নভেম্বর, ২০২১ ১০:৪৫

করোনা: বিদেশিদের জন্য সীমান্ত বন্ধের পরিকল্পনায় ইসরায়েল

অনলাইন ডেস্ক

করোনা: বিদেশিদের জন্য সীমান্ত বন্ধের পরিকল্পনায় ইসরায়েল

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ ঘোষণা করতে যাচ্ছে ইসরায়েল। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রবিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়ার পর রবিবার মধ্যরাত থেকে শুরু হয়ে পরবর্তী ১৪ দিন এই নিষেধাজ্ঞা থাকতে পারে। ইসরায়েলে এখনও পর্যন্ত একজনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

শনিবার ইসরায়েলের করোনাভাইরাস সংক্রান্ত মন্ত্রিসভা ওমিক্রনের বিপদ মোকাবেলায় একগুচ্ছ বিধিনিষেধ আরোপের প্রস্তাবে সম্মত হয়েছে। তবে প্রস্তাবগুলো কার্যকরে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার অনুমোদন লাগবে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর