৬ ডিসেম্বর, ২০২১ ১০:০৩

ব্রিটেনে ৮৬ জনের ওমিক্রন শনাক্ত

অনলাইন ডেস্ক

ব্রিটেনে ৮৬ জনের ওমিক্রন শনাক্ত

বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব শুরু করেছে করোনাভাইরাস। আতঙ্ক বাড়াচ্ছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট। ব্রিটেনে নতুন করে ৮৬ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে। রবিবার দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, রবিবার পর্যন্ত যুক্তরাজ্যে ওমিক্রনে সংক্রমিত হয়েছেন এমন ব্যক্তির সংখ্যা ২৪৬ জন।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের খবর জানায়। ২৭ নভেম্বর যুক্তরাজ্য ওমিক্রনে দুজন আক্রান্তর খবর জানায়। অবশ্য যুক্তরাজ্য তিন দিন আগেই ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে এমন দেশগুলোর সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর