৭ ডিসেম্বর, ২০২১ ০৬:৪১

নেপালেও ওমিক্রন শনাক্ত

অনলাইন ডেস্ক

নেপালেও ওমিক্রন শনাক্ত

প্রতীকী ছবি

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে ক্রমেই চিন্তা বাড়ছে। ভারতের পর গতকাল সোমবার নেপালে দুই ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। নেপালের স্বাস্থ্য মন্ত্রণায়লয় এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, আক্রান্ত একজন ৬৬ বছর বয়সি বিদেশি। যিনি ১৯ নভেম্বর নেপালে প্রবেশ করেছিলেন। মনে করা হচ্ছে তিনি করোনার এই নয়া রূপের বাহক ছিলেন এবং ওই ব্যক্তির সঙ্গে ঘনিষ্ট যোগাযোগ রয়েছে এমন এক ৭১ বছর ব্যক্তির দেহেও ওমিক্রন পাওয়া গেছে। 

নেপালের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ওই দুই ব্যক্তিকে আইসোলেটেড করে রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা তাঁদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে। এই দুই ব্যক্তির সঙ্গে আরও ৬৬ জন সংস্পর্শে এসেছিলেন, তাদের সনাক্ত করা হয়েছে। যদিও সকলেই তারা কোভিড নেগেটিভ।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর