২২ জানুয়ারি, ২০২২ ২১:০৭

মৌলভীবাজারে বাড়ছে করোনা শনাক্তের হার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে বাড়ছে করোনা শনাক্তের হার

প্রতীকী ছবি

মৌলভীবাজার জেলায় নতুন করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। ২৪ ঘণ্টায় জেলায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫৯ শতাংশে।

শনিবার সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুসারে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৮৮ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৫২ জনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৫৯ শতাংশ। 

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নমুনা প্রদানকারী ৩৬, শ্রীমঙ্গলে ৬, জুড়ীতে ৫, কমলগঞ্জে ৩ এবং রাজনগরে ২ জন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৫৫১ জনে।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর