২৫ জানুয়ারি, ২০২২ ০৯:০৯

টিকার প্রথম ডোজ পেয়েছে সাড়ে ৯ কোটি মানুষ

অনলাইন ডেস্ক

টিকার প্রথম ডোজ পেয়েছে সাড়ে ৯ কোটি মানুষ

ফাইল ছবি

করোনাভাইরাস প্রতিরোধে সোমবার (২৪ জানুয়ারি) পর্যন্ত ৯ কোটি ৪৭ লাখ তিন হাজার ২৯৬ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো দেশব্যাপী টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, এদিন দেশব্যাপী ছয় লাখ ৮৮ হাজার পাঁচ জনকে করোনা টিকার প্রথম ডোজ টিকা দেয়া হয়। এযাবৎ প্রথম ডোজ টিকা পেয়েছেন নয় কোটি ৪৭ লাখ তিন হাজার ২৯৬ জন।

একইসাথে এদিন তিন লাখ ৬৫ হাজার ২৮৬ জনকে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়। এযাবৎ দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন মোট পাঁচ কোটি ৯১ লাখ আট হাজার ৫৩৯ জন।

পাশাপাশি এদিন মোট ৬৬ হাজার ৩৪৭ জনকে করোনার বুস্টার ডোজ টিকা দেওয়া হয়েছে। এযাবৎ মোট ১১ লাখ ৯০ হাজার ২৮২ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া হয়।   

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর