২৮ জানুয়ারি, ২০২২ ১৩:৪৮

নাটোরে বেড়েছে করোনা সংক্রমণ

নাটোর প্রতিনিধি

নাটোরে বেড়েছে করোনা সংক্রমণ

ফাইল ছবি

নাটোরে করোনার সংক্রমণের হার ৫৩ শতাংশ ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় ১২০ জনের করোনা নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ৬৪ জন। আজ শুক্রবার সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৩.৩৩৩ শতাংশ। এর আগের গত ২৪ ঘণ্টায় এই হার ছিল ৫১ শতাংশ।

করোনা আক্রান্তের অধিকাংশ অর্থাৎ ৩৯ জন নাটোর সদর উপজেলার। এছাড়াও কম বেশী সকল উপজেলাতেই করোনা সংক্রমনের ধারা অব্যাহত রয়েছে। জেলায় এখন পর্যন্ত ৩৩ হাজার ৪২৪ জনের নমুনা পরীক্ষা করে মোট শনাক্ত হয়েছে ৮ হাজার ৮১৯ জন। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৭৫ জনের।

নাটোর আধুনিক সদর হাসপাতালে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রোগীর সংখ্যা ১০ জন। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক ডা. পরিতোষ রায়। মানুষের উদাসীনতা এই সংক্রমনের ঊর্ধ্বমুখী হার বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর