শীর্ষ নিরাপত্তা সফ্টওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব রবিবার তাদের সর্বশেষ সংস্করণ ২০১৫ সালের ইন্টারনেট সিকিউরিটি এবং অ্যান্টি-ভাইরাস অবমুক্ত করেছে। আর সারা বিশ্বের মধ্যে বাংলাদেশই প্রথম দেশ যেখানে এই নতুন সংস্করণ অবমুক্ত করা হয়।
আজ দুপুরে বাংলাদেশ এবং ভুটানে ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস-এর কার্যালয়ে ক্যাসপারস্কি ল্যাবের সর্বশেষ সংস্করণ অবমুক্তকরণ উপলক্ষ্যে এক 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্যাসপারস্কি ল্যাব এবং অফিসএক্সট্র্যাক্টস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে ক্যাসপারস্কি ল্যাব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ডাইরেক্টর অপারেশন্স- মি. ম্যাক্সিম মিত্রোখিন ও দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডাইরেক্টর- মি. আলতাফ হালদে এবং অফিসএক্সট্র্যাক্টস্-এর সিইও- মি. প্রবীর সরকার উপস্থিত থেকে অবমুক্তকরণসহ সংশ্লিষ্ট বিষয়সমূহের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ক্যাসপারস্কি ল্যাব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ডাইরেক্টর অপারেশন্স মি. ম্যাক্সিম মিত্রোখিন বলেন, বাংলাদেশের প্রতি পরিপূর্ণরূপে আমাদের দৃষ্টি নিবদ্ধ রয়েছে। বস্তুত, এটি বিক্রয়ের পরিমাণের কোনও বিষয় নয়। কারণ বিশ্বের অনেক দেশেই অনেক বেশি পরিমাণ ক্যাসপারস্কি ল্যাবের নির্মিত সফ্টওয়্যার বিক্রয় হচ্ছে। কিন্তু বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাবের প্রতি গ্রাহকদের যে-ভালবাসা এবং গ্রহণযোগ্যতা রয়েছে, তা কোনওভাবেই উপেক্ষা করা যায় না। আর এখানকার বাজারে যা কিছু ঘটছে তার ওপর আমরা সদা নজর রাখছি। কাজেই বিশ্বের মধ্যে বাংলাদেশকেই আমরা ক্যাসপারস্কি ল্যাবের নতুন ২০১৫ সংস্করণের ইন্টারনেট সিকিউরিটি এবং অ্যান্টি-ভাইরাস অবমুক্তকরণের জন্য বেছে নিয়েছি। আর এ কাজ বাস্তবায়নের জন্য ক্যাসপারস্কি ল্যাবের প্রধান কার্যালয়সহ এশিয়া-প্যাসিফিক ও 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে ক্যাসপারস্কি ল্যাব দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডাইরেক্টর মি. আলতাফ হালদে বলেন, দক্ষিণ এশিয়ার একটি দেশে প্রথম অবমুক্তকরণের সম্মান অর্জন করা আমার জন্য গর্বের বিষয়। আপনারা জেনে খুশি হবেন ক্যাসপারস্কি ল্যাবের পোর্টফোলিওর মধ্যে বাংলাদেশের একটি ইতিবাচক প্রোফাইল বিদ্যমান রয়েছে।
অনুষ্ঠানে অফিসএক্সট্র্যাক্টস-এর সিইও মি. প্রবীর সরকার বলেন, আমি অবশ্যই গর্বিত! আমি নিজে আজ একটি ইচ্ছাপূরণের সুযোগ পেয়েছি। কিন্তু একই সঙ্গে আমি এবং আমার সহকর্মীরা এ ব্যাপারে খুবই সচেতন যে, এই সম্মান প্রাপ্তির সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্বও অনেক বেড়ে গেল।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, ক্যাসপারস্কি ল্যাবই মূলত প্রথম কোম্পানি যারা বাংলাদেশে ব্যবহারকারীদের কর্তৃক অ্যান্টি-ভাইরাস সফ্টওয়্যার ক্রয় করে ব্যবহার করার বিষয়টি জনপ্রিয় করেছে এবং বৈধ সফ্টওয়্যার ব্যবহারের ব্যাপারে গণসচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই এ দেশে এটি এখন সবচেয়ে জনপ্রিয় সফ্টওয়্যার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠালাভ করেছে।