শীর্ষস্থানীয় বহুজাতিক ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভারটিস (বাংলাদেশ) লিমিটেড তাদের ডিওভান (Diovan), কো- ডিওভান (Co-Diovan), এক্সফোর্জ (Exforge) এবং এন্ট্রেসটো (Entresto) এই ভালসার্টান ব্র্যান্ডসমূহ সম্প্রতি প্রত্যাহারকৃত ভালসারটানের অন্তর্ভুক্ত নয় বলে জানিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে নোভারটিস কর্তৃপক্ষ আশ্বস্ত করছে যে, নোভারটিস বাংলাদেশ)) লিমিটেড কর্তৃক বাজারজাতকৃত ভালসার্টান ব্র্যান্ডসমূহ- ডিওভান (Diovan), কো- ডিওভান- (Co-Diovan), এক্সফোর্জ (Exforge) এবং এন্ট্রেসটো (Entresto) নোভারটিসের নিজস্ব গবেষণালব্ধ ভালসারটান (innovator valsartan) কাঁচামাল দিয়ে তৈরী করা হয় যা প্রত্যাহারকৃত ভালসারটানের অন্তর্ভুক্ত নয়। নোভারটিসের এই গবেষণালব্ধ ভালসারটান কাঁচামাল কেবলমাত্র সুইজারল্যান্ড এবং ইংল্যান্ডে অবস্থিত নোভারটিসের নিজ প্ল্যান্টে উৎপাদিত এবং সর্বোচ্চ গুণগত মানসম্পন্ন।
সম্প্রতি বিশ্বের ২৩ টি দেশ থেকে প্রত্যাহারকৃত জেনেরিক ভালসারটানের কাঁচামাল ছিল তৃতীয় পক্ষের একটি চাইনীজ প্রস্তুতকারকের তৈরি যার গুণগত মান পরীক্ষণের সময় এন-নাইট্রোসোডাইমিথাইলএমাইন নামে একটি দূষিত পদার্থ পাওয়া গেছে। নোভারটিস ফার্মা তাঁদের ডিওভান (Diovan), কো- ডিওভান (Co-Diovan), এক্সফোর্জ (Exforge) এবং এন্ট্রেসটো (Entresto) এই ভালসার্টান ব্র্যান্ডসমূহ তৈরিতে ওই কাঁচামাল কখনোই ব্যবহার করেনা বলে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নোভারটিস বাংলাদেশে দীর্ঘ ৪৫ বছর থেকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় অবদান রেখে আসছে। ঔষধশিল্পের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান হিসেবে নোভারটিস ঔষধের সর্বোচ্চ গুনগত মান এবং রোগীর সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
বিডি প্রতিদিন/২৪ জুলাই ২০১৮/হিমেল