রাজধানীর একটি হোটেলে দেশের খ্যাতনামা কফি ব্র্যান্ড 'রয়েল ক্যাফে' পরিবেশকদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারের এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রুবেল মাসুম।
এসময় তিনি রয়েল ক্যাফের বিভিন্ন ভলো কার্যক্রম সম্পর্কে পরিবেশকদের দিক নির্দেশনা দেন। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, রয়েল ক্যাফের ব্যাবস্থাপনা পরিচালক প্রদ্যুৎ কুমার তালুকদার, পরিচালক রূপক রঞ্জন তালুকদার, আইন ও অপারেশন বিভাগের ম্যানেজার রেজাউল আহসান সিকদার (রেজা), ডিজিএম নাঈম হোসাইন এবং রয়েল ক্যাফের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
২০১৫ সাল থেকে শুরু হওয়া এই কোম্পানির প্রায় সাতটিরও বেশি প্রোডাক্ট রয়েছে। অনুষ্ঠানে আরো দুটি নতুন প্রোডাক্ট “রয়েল ক্যাফের প্রিমিয়াম” এবং “কফি ও চা এর স্টিক” নামে বাজারজাত করার জন্য উদ্বোধন করা হয়। আগামী শীতের আগে প্রোডাক্ট দুটি বাজারে আসবে বলে আসা করা হচ্ছে। রয়েল ক্যাফের ব্যবস্থাপনা পরিচালক বলেন, দেশ থেকে কর্মসংস্থান সঙ্কট অপসারণের জন্য কফি শিল্পের মাধ্যমে সমাজকে ক্ষমতায়ন করা এবং বাংলাদেশের প্রতিটি এলাকায় প্রাসঙ্গিক, সুবিধাজনক, স্বাস্থ্যসম্মত এবং সাশ্রয়ী মূল্যের কফি, চা পানীয় এর অবিচ্ছিন্ন সেবা প্রদান করাই হচ্ছে আমার মূল লক্ষ্য।
বিডি প্রতিদিন/২৮ জুলাই ২০১৮/হিমেল