যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা যাতে সহজে ও দ্রুত দেশে টাকা পাঠাতে পারেন সে লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সিবিিব্লিউ ব্যাংকের সাথে চুক্তি করেছে রূপালী ব্যাংক লিমিটেড।
গত শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলে এক অনুষ্ঠানে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: আতাউর রহমান প্রধান এবং সিবিডব্লিউ ব্যাংকের প্রেসিডেন্ট সুচিত্রা পদ্মানাভান এ চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুর হোসেন, ফামাক্যাশের সিইও ড: সাইফুল খন্দকার, পরিচালক ইঞ্জিনিয়ার আবু হানিফ, হোসেন সিরাজী, ফামাক্যাশ বাংলাদেশ লি. এর এমডি খাজা রেহান বখত্, সমন্বয়কারী হাসানুজ্জামান হাসান, রবিউল আলমসহ নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন