চলতি বছরের মে মাস থেকেই স্নোটেক্স আউটওয়্যার লিমিটেডের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এবার ‘সারা’ নিয়ে এসেছে কিছু ভিন্নতা এবং নতুন ডিজাইনের পোশাক। রাজধানী ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত আউটলেটে সকল বয়সের ক্রেতাদের আকৃষ্ট করতে ‘সারা’ তার বাহারি ডিজাইনের পসরা সাজিয়েছে।
আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে ঐতিহ্য এবং পাশ্চাত্য ফ্যাশন ট্রেন্ড, এই দুইকেই প্রাধান্য দিচ্ছে ‘সারা’।শার্ট, এথনিক টপস, এক্সক্লুসিভ পার্টি টপস, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজো ফর লেডিস এন্ড গার্লস, জিন্স ফর মেনজ এন্ড বয়েজ, পোলো টি শার্ট, পাঞ্জাবিসহ আরও নানা পোশাকের সমাগমে সজ্জিত থাকছে ‘সারা’।
‘সারা’-এর হেড অফ ডিজাইন কাশফীয়া নেহরীন বলেন, ট্রেন্ড অনুসরণ করার পাশাপাশি সারার প্রত্যেকটি পণ্য ব্যবহারকারীর জন্য যেনো আরামদায়ক হয় সেই দিকেও আমরা গুরুত্ব দেই। উন্নতমানের কাপড় এবং সাশ্রয়ী মূল্যের জন্য 'সারা' ক্রেতাদের কাছে অধিক গ্রহণযোগ্য হয়ে উঠেছে। এছাড়াও আমরা প্রতিনিয়ত নতুন ট্রেন্ডকে ক্রেতাদের সামনে উপস্থাপন করা এবং গুণগত মান আরও উন্নত করার লক্ষ্যে কাজ করে চলেছি।
উল্লেখ্য, ‘সারা’ বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্নোটেক্স আউটওয়্যার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। ২০১৪ সালে ‘স্নোটেক্স আউটওয়্যার’ প্রতিষ্ঠা করা হয়। আজকের ‘স্নোটেক্স’ হয়ে উঠেছে তিনটি বড় কারখানার একটি প্রতিষ্ঠান রূপে। ‘সারা’ তাদের প্রথম লাইফস্টাইল ব্র্যান্ড । সামর্থ্যের মধ্যে গুণগত মানের পোশাক ক্রেতার হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ‘সারা’ লাইফস্টাইল এর নতুন এই আউটলেটে শিশু, নারী, পুরুষ সবার জন্য রয়েছে আকর্ষণীয় বাহারী সব পোশাক।
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর