নিওয়েজ ইন্টারন্যাশনাল নিয়ে এসেছে ছাত্র/ছাত্রী ও চাকরিজীবীদের থাকার হোস্টেল ‘সুপার হোস্টেল বিডি’।
সম্প্রতি প্রতিষ্ঠানটি ঢাকার বসবাসরত ২০০ জন বাড়িওয়ালাদের নিয়ে একটি কর্পোরেট সেমিনারের আয়োজন করে। ‘ল্যান্ড লর্ড কনফারেন্স’ নামের এই আয়োজনে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। নতুন সাক্ষরিত চুক্তিসহ এ নিয়ে বারিধারা, উত্তরা ও মিরপুরসহ মোট চারটি শাখা হল প্রতিষ্ঠানটির।
প্রতিষ্ঠানটি স্বল্প টাকায় দিচ্ছে এয়ার কন্ডিশন (এসি) রুম, ৩ বেলা খাবার, জিম, ওয়াশিং মেশিন ও ড্রাইয়ার, হাই স্পিড ইন্টারনেট, এলইডি টিভি, কমন রুম ও রিডিং রুম ও ২৪ ঘণ্টা নিরাপত্তা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন