রূপালী ব্যাংক রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে রবিবার শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। পর্যটন মোটেল, রংপুরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. আতাউর রহমান প্রধান।
বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার, জিএম মো. শওকত আলী খান এবং জনসংযোগ প্রধান ও ডিজিএম ইয়াছমিন বেগম।
রংপুর বিভাগীয় কার্যালয়ের জিএম মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রংপুর ও দিনাজপুরের অঞ্চল প্রধান এবং ৪৫টি শাখার ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম