মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উপলক্ষে ৩২ ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মনজুর হোসেনের নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ,উপ-ব্যবস্থাপনা পরিচালক বেলায়েত হোসেন, মহাব্যবস্থাপক মো. কাইসুল হক, অরুণ কান্তি পাল, মো. শফিকুল ইসলাম, আবুল খায়ের ও খান ইকবাল হোসেনসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়নসহ (সিবিএ) ব্যাংকের বিভিন্ন সংঘঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এর আগে ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতেও শ্রদ্ধা জানায় ব্যাংক কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/ফারজানা