ঈদুল আযহা উপলক্ষ্যে অনলাইন শপ দারাজে ১০ হাজার ৭০০ টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে আমেরিকান ব্র্যান্ড আইলাইফের নতুন কোর আই থ্রি ল্যাপটপ। দারাজের ভাউচার ব্যবহার করে ৩৫ হাজার ৫০০ টাকা দামের আইলাইফের জেড এয়ার সিএক্স থ্রি ল্যাপটপটি মাত্র ২৪ হাজার ৮০০ টাকায় কেনা যাবে।
এ অফার পেতে সাউথইস্ট অথবা সিটি ব্যাংকের ডেবিট কিংবা ক্রেডিট কার্ডে ল্যাপটপটি কিনতে হবে। এছাড়া অন্য সকল ব্যাংকের কার্ড, বিকাশ কিংবা ক্যাশ অন ডেলিভারিতে ২৬ হাজার ৮০০ টাকায় পাওয়া যাবে ল্যাপটপটি। অফার পেতে অবশ্যই এই ভাউচার কোড ‘’HAMBA203MD’’ ব্যবহার করতে হবে। স্টক থাকা সাপেক্ষে অফার চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত।
আমেরিকান ব্র্যান্ড আই লাইফের ল্যাপটপ গুলো সরাসরি দুবাই থেকে আমদানি করায় গুন ও মানে আন্তর্জাতিক মানসম্পন্ন। জেড এয়ার সিএক্স থ্রি ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, পাওয়ারফুল ইন্টেল কোর আই থ্রি প্রসেসর, ইন্টেলের ৫৫০০ এইচডি গ্রাফিক্স। দ্রুত কাজ করার জন্য রয়েছে ৪ গিগাবাইট র্যাম এবং ডাটা সংরক্ষণে রয়েছে ১০০০ গিগাবাইট হার্ডডিস্ক। এ ল্যাপটপের বিল্ড কোয়ালিটি খুবই ভালো, দেখতে খুবই স্লিম চমৎকার, পারফরমেন্সে অতুলনীয়। ১.৮ কেজি ওজনের এই ল্যাপটপটি সহজে বহনযোগ্য, ভ্রমণে হতে পারে আপনার নিত্য সঙ্গী, রয়েছে ৪ থেকে ৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ সুবিধা। আকর্ষণীয় ডিজাইনে, কালো এবং সিলভার রঙে ল্যাপটপটি পাওয়া যাচ্ছে। রয়েছে ২ বছরের সার্ভিস ওয়ারেন্টি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ