ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিস লিমিটেড’র মধ্যে একটি সমঝোতাস্মারক সই হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সমঝোতাস্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিস লিমিটেড’র প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন।
নিপ্পন অ্যাগ্রো লিমিটেড’র ডিরেক্টর ও ওয়াল্টন গ্রুপ’র অপারেটিভ ডিরেক্টর (এডভাইজার) মীর ওয়াহিদুন নবী এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম মোল্লা এই সমঝোতাস্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।
সমঝোতাস্মারক স্বাক্ষরের পর “এথিক্যাল ইস্যুজ ইন ক্যারিয়ার ডেভেলপমেন্ট” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মান্নান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিপ্পন আগ্রো লিমিটেড’র এমডি এবং ওয়াল্টন গ্রুপ’র মার্কেটিং এডভাইজার তোমোতাকা নিশিকাও ও ওয়াল্টন গ্রুপ’র অপারেটিভ ডিরেক্টর (এডভাইজার) মীর ওয়াহিদুন নবী ।
সেমিনারে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর এম নুরুল ইসলাম ।
বিডি প্রতিদিন/কালাম