নারায়ণগঞ্জে সম্পূর্ণ অনলাইন সুবিধা নিয়ে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৭২তম আড়াইহাজার শাখার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু, ব্যাংকের পরিচালক মো. আবদুল বাছেত খান এবং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আতাউর রহমান প্রধানের উপস্থিতিতে নতুন শাখার উদ্বোধন করা হয়। ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের জিএম সঞ্চিয়া বিনতে আলীর সভাপতিত্বে এ উদ্বোধন অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক